প্রধান শিক্ষক নিয়োগ দিবে পাহাড়পুর উত্তরপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা

জবস এন্ড ক্যারিয়ার সব

পাহাড়পুর উত্তরপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসায় শূন্যপদে প্রধান শিক্ষক ও এবতেদায়ী ক্বারি পদে একজনকে নিয়োগ দেওয়া হবে ।

প্রধান শিক্ষক পদে ফাজিল পাস/ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমমান ডিগ্রি ও এবতেদায়ী ক্বারি পদে দাখিল (মুজাব্বিদ)/ আলিম (মুজাব্বিদ মাহির)।

প্রার্থীদেরকে প্রয়োজনীয় কাগজপত্রসহ সোনালী ব্যাংক লি: পরমতলা শাখার অনুকূলে ৫০০ টাকার ব্যাংকড্রাফটসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের ১৫দিনের মধ্যে আবেদন করতে হবে।

যোগাযোগ:- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,পাহাড়পুর উত্তরপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা, পান্তিবাজার, মুরাদনগর, কুমিল্লা।

মোবাইল ০১৮৩৮-৪৭৫২৯৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *