1. [email protected] : thebanglatribune :
পদ্মা সেতুতে ২০ দিনে টোল আদায় প্রায় ৬০ কোটি টাকা। - The Bangla Tribune
ডিসেম্বর ১২, ২০২৩ | ২:০৪ পূর্বাহ্ণ

পদ্মা সেতুতে ২০ দিনে টোল আদায় প্রায় ৬০ কোটি টাকা।

  • প্রকাশের সময় : শনিবার, জুলাই ১৬, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ  পদ্মা সেতুতে ২০ দিনে মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে পাড়ি দিয়েছে ৪ লাখ ৫০ হাজার ৩১২ যানবাহন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ  জানিয়েছে এতে আদায় হয়েছে ৫২ কোটি ৫৫ লাখ ৩৫ হাজার ৬৫০ টাকা।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রথম ২০ দিনে মাওয়া প্রান্ত দিয়ে সেতু পাড়ি দিয়েছে দুই লাখ ৩০ হাজার ৪১৬ যানবাহন। এতে টোল আদায় হয়েছে ২৬ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা।

মাওয়া টোল প্লাজায় দায়িত্বে থাকা পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, ঈদের সময় চাপ ছিল, তবে সে চাপ আমরা সফলভাবে সামলাতে পেরেছি। এখন যানবাহন পারাপার স্বাভাবিক সময়ের মতো রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020