NTRCA এ ডিগ্রি শিক্ষক নিয়োগের চাহিদা দিতে হবে

এক্সক্লুসিভ ক্যাম্পাস

বেসরকারি কলেজের  ডিগ্রি স্তরে শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিকট সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষকে চাহিদা দিতে বলা হয়। জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এই চাহিদা দিতে হবে।

রবিবার (৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রন্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সোনা মনি চাকমা।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি শিক্ষকদের এমপিওভুক্তি, ডিগ্রি তৃতীয় শিক্ষক নিয়োগসহ বেশ কিছু বিষয়ে মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনাকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন আইন ২০০৫ এর ১০ ধারা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত শিক্ষাপ্রতিষ্ঠান অধিভুক্তির রেগুলেশন ২০১৯ অনুযায়ী এনটিআরসিএর মাধ্যমে নিবন্ধন ছাড়া কোনো শিক্ষক নিয়োগ দেওয়া যায় না। তাই সভায় সিদ্ধান্ত হয় যে, ডিগ্রি স্তরে এনটিআরসিএর নিবন্ধনধারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষকের চাহিদা দিতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *