ডায়না অ্যাওয়ার্ডে ২০২২ ভূষিত হয়েছেন বাংলাদেশের আট তরুণ

এক্সক্লুসিভ ক্যাম্পাস

ডায়না অ্যাওয়ার্ডে ২০২২ এ ভূষিত হয়েছেন বাংলাদেশের আট তরুণ । পুরস্কারটিকে ৯ থেকে ২৫ বছর বয়সী সামাজিক উদ্যোক্তাদের জন্য সবচেয়ে মর্যাদাকর হিসেবে বিবেচনা করা হয়।

উল্লেখ্য ২০২০ সালে বাংলাদেশের ছয় তরুণ এবং ২০২১ সালে ১৯ বাংলাদেশি তরুণ এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। ২০২২ সালে বাংলাদেশ থেকে মোট আটজন তরুণ এই অ্যাওয়ার্ড পেয়েছেন। এদের মধ্যে সবার আগে আছে নাফিরা আহমেদের নাম, এরপরে পর্যায়ক্রমে রয়েছেন মুরাদ আনসারী, ফয়েজুদ্দিন বেলাল, আনুশা চৌধুরী, মো. আমিনুল এহসান খান, শামীম আহমেদ মৃধা, মনীষা মীম নিপুন ও দীপ্র প্রত্যয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *