এ বছর হজের শেষ ফ্লাইট আগামীকাল

এ বছর হজের শেষ ফ্লাইট আগামীকাল

নিজস্ব প্রতিবেদকঃ চলতি বছর হজের উদ্দেশ্যে তিনটি এয়ারলাইন্সের ১৩৯টি হজ ফ্লাইটে এ পর্যন্ত ৫০ হাজার ২১৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। আগামীকাল হজযাত্রার  উদ্দেশ্যে শেষ ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাবে।

আজ শনিবার ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৭টি, সৌদি এয়ারলাইন্সর ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৯টি হজ ফ্লাইটে এসব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেছেন। এবার ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৬০ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন।
বুলেটিনে বলা হয়, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার  ৮৩৩ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এরপর ১৪ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। ঢাকার উদ্দেশ্যে শেষ ফিরতি ফ্লাইটটি থাকবে ৪ আগস্ট । উল্লেখ্য গত ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়।  এ পর্যন্ত  বিভিন্ন কারণে ৩ জন মহিলাসহ ১০ জন হজযাত্রী মারা গিয়েছেন। এর মধ্যে মক্কায় ৮ জন ও মদিনায় দুইজন হজযাত্রী মারা যান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *