প্রাথমিক বিদ্যালয়ে আরও ৩০ হাজার শিক্ষক নিয়োগ

জবস এন্ড ক্যারিয়ার বাংলাদেশ সব

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আরও ৩০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। চলমান ৪৫ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষে প্রাইমারি স্কুলগুলোর এ ৩০ হাজার পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

গাজিপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির পাইলটিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে  এ ঘোষণা দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষকদের হাতে আগামীর বাংলাদেশ, এ বাংলাদেশ যাতে মেধা ও জ্ঞান নির্ভর হয়ে গড়ে ওঠে সে জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। চলমান ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে আরও ৩০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে মন্ত্রণালয়।

বুধবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বহুল প্রতীক্ষিত অনলাইনে বদলির পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *