পদ্মা সেতুতে শুধু তৃতীয় দিনে টোল আদায় ২ কোটি টাকা

জাতীয় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ পদ্মা সেতুতে শুধু তৃতীয় দিনে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা। এসময় পদ্মা সেতু পার হয়েছে ১৪ হাজার ৪৯৩টি গাড়ি।

বুধবার (২৯ জুন) দুপুর ২টার দিকে পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, নিরবচ্ছিন্নভাবে পদ্মা সেতু পার হচ্ছে যানবাহন। এতে গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয় ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা । ১৪ হাজার ৪৯৩টি গাড়ি পদ্মা সেতু পার হয়েছে।’

সেতৃ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল আদায় করা হয়েছে ৯৭ লাখ ৯১ হাজার ৩০০ টাকা ও মাওয়া প্রান্তে ৯৬ লাখ ৬৬ হাজার ৮০০ টাকা । এসময় জাজিরা প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ৭ হাজার ২৭৬টি ও মাওয়া প্রান্ত দিয়ে ৭ হাজার ২১৭টি যানবাহন পারাপার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *