ডয়েস বাংলাঃ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম দেশের বাইরে কোন সফর করতে পারেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
তবে তাঁর সফরের তারিখ নিদিষ্ট করে জানা যায়নি।নিরাপত্তার স্বার্থে এটি গোপন রাখা হয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। রাশিয়ার জাতীয় টেলিভিশন জানিয়েছে, পুতিন প্রথমে তাজিকিস্তান যাবেন। তাজিকিস্তান রাশিয়ার সামরিক বন্ধু। সেখানে দেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হওয়ার কথা তার। সেখান থেকে তিনি তুর্কমেনিস্তান যাবেন। সেখানে কাসপিয়ান সাগরের দেশগুলির একটি সম্মেলন হওয়ার কথা। পুতিন সেখানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।